• rdm97sb@gmail.com
  • 01724423898
Logo

ফুলবাড়ী হামিদিয়া দাখিল মাদ্রাসা

EIIN: 119801 ,Madrasah Code:13936, MPO Code: 7609152104

  • অফিস: লোকেশন
  • ডাকঘর : মির্জাপুর ও থানা: শেরপুর , জেলা : বগুড়া
  • সলংগা ফাজিল মাদরাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

    অদ্য ১৬/১০/২০২৩ ইং তারিখে আলিম প্রথম বর্ষে র ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেন জনাব তৃপ্তি কণা মন্ডল উপজেলা নির্বাহী অফিসার,রায়হঞ্জ,সিরাজগঞ্জ। মাদরাসার সম্মানীত গভর্নিং বডির সদস্য , শিক্ষক মন্ডলী, অভিভাবক,এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ,সাংবাদিক ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথি ও ছাত্র-ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উল্লেখ্য যে ২০২৩ ইং সালে আলিম প্রথম বর্ষে  ছাত্র-ছাত্রী সংখ্য ১২৪ জন। বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রী সংখ্যা ৪৭ জন এবং সাধারণ বিভাগে ছাত্র-ছাত্রী সংখ্যা ৭৭ জন। অনুষ্ঠান শেষে সলংগা মাদরাসাসহ মুসলিম বিশ্বের সার্বিক কল্যাণের জন্য দোয়া করা হয়।